রাঙামাটিতে শুরু হয়েছে ১০ টাকার চাল বিক্রি

করোনা সংকট মোকাবেলায় দিনমজুর ও কর্মহীন মানুষের মধ্যে বিশেষ ওএমএস এর মাধ্যমে ১০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু হয়েছে রাঙামাটিতে। প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার শহরের পৌর এলাকায় ৯ টি স্থানে সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত চাল পাওয়া যাবে। একজন ব্যক্তি এই দামে সর্বোচ্চ ৫ কেজি চাল কিনতে পারবে।
রবিবার সকাল থেকে পৌরএলাকার ৯টি ওয়ার্ডে ৯টি পয়েন্টে এ চাল বিক্রি শুরু করেছে ডিলারগন।
প্রতিজন ডিলার ২ মেট্রিট টন চালের বিপরীতি ৪০০ জনের মাঝে এচাল বিক্রি করতে পারবে। কিন্তু সকাল থেকে এসব পয়েন্টে চাল নিতে আসা মানুষের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। ফলে সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রচুর বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর। চালের সঠিক বন্টন নিশ্চিত করতে প্রতিটি পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেটগন তদারকি করছেন।
আপরদিকে সকাল থেকে প্রতিটি পয়েন্টে চাল বিক্রির কার্যক্রমে পরিদর্শন করেন রাঙামাটির জেলা প্রশাসক।
এসময় রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ বলেন, ‘করোনার প্রভাবে শ্রমজীবি মানুষরা কর্মহীন হয়ে পড়েছে তাদের জন্য সরকার ১০ টাকা কেজি ধরে চাল একজন ব্যক্তি এই দামে সর্বোচ্চ ৫ কেজি চাল কিনতে পারবে। এই কর্মসূচী আগামী জুন পর্যন্ত চলমান থাকবে। সামাজিক দুরত্ব মেনে এই স্বল্পমূল্যের সরকারি সেবা গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন ডিসি।’