বুধবার মধ্যরাত অবধি প্রাত্যহিক রিপোর্ট আসা না আসার অস্বস্তিকর মুহুর্ত পেরিয়ে বৃহস্পতিবার সকাল হতেই চট্টগ্রাম হতে ঠিক এসে পৌঁছালো পার্বত্য জেলা রাঙামাটির নিয়মিত করোনা রিপোর্ট। আর প্রায় নিয়ম করেই দু:সংবাদ বয়ে আনা এই প্রতিবেদনে এবারো মিলেছে আরো দুইজনের করোনা শনাক্ত হওয়ার তথ্য। এদের ১ জন কাপ্তাই,অন্যজন রাঙামাটি সদরের।
আক্রান্তদের একজন রাঙামাটি সদর হাসপাতালের নার্স ও অন্যজন কাপ্তাইয়ে কর্মরত আনসার ব্যাটেলিয়নের সদস্য বলেও নিশ্চিত হওয়া গেছে।
ফলে এই দুইজন সহ রাঙামাটি জেলায় এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৮। এদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১০ জন। বাকিরা লড়ছেন বিশ্বব্যাপি ইতোমধ্যেই ভয় আর শংকার প্রধানতম উপকরণ হয়ে উঠা এই ভয়াবহ ভাইরাস ‘কোভিড-১৯’ এর বিরুদ্ধে।
রাঙামাটি সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা: মোস্তফা কামাল নতুন করে আরো দুইজনের আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
তিনিই জানিয়েছেন,পুরো জেলায় এনিয়ে শনাক্ত হলো ৫৮ জন। সর্বপ্রথম পার্বত্য এই জেলায় করোনা শনাক্ত হয় ৬ মে,তখন অবধি অরণ্যসুন্দরী এই জেলাটিই ছিলো দেশের একমাত্র জেলা,যেখানে করোনা হানা দিতে পারেনি ! কিন্তু গত ২২ দিনে সেই চিত্র বদলে,আক্রান্ত হয়েছেন ৫৮ জন !