৩১ মে সকালে রাঙামাটির কাউখালী ও লংগদু উপজেলায় দুইজনের করোনা রিপোর্ট পজিটিভ আসার পর,রাতে রাঙামাটি সদরের আরো একজনের রিপোর্ট পজিটিভ এসেছে। এনিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ৬১ জনের।
রবিবার রাতে চট্টগ্রামের ভেটেনারি এন্ড এনিম্যাল সায়েন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা ৪ জনের রিপোর্টের মধ্যে এক নারীর রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা: মোস্তফা কামাল।
রাতে আসা রিপোর্টের এই পজিটিভ রোগির বয়স ৩০ বছর এবং তিনি রাঙামাটি সদর হাসপাতালের স্টাফ নার্স বলে নিশ্চিত করেছেন ডা: মোস্তফা।
৬ মে জেলায় প্রথমবারের মতো ৪ জনের করোনা শনাক্ত হওয়ার পর গত ২৫ দিনে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১০ জন।
রাঙামাটি জেলার ১০ টি উপজেলার মধ্যে বরকল ও বাঘাইছড়ি ছাড়া বাকি সবগুলো উপজেলাতেই মিলেছে করোনা রোগি।