জিয়াউল জিয়া ॥
রাঙামাটিতে যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা পালন করা হয়েছে। বিএনপি-জামাত চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে জেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পৌর চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের বনরুপায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও পৌর মেয়র আকবর হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল।
সভায় বক্তরা বলেন, বাংলাদেশ আজ জাতিসংঘ স্বীকৃত উন্নয়নশীল দশে। বাংলাদেশের এ উন্নয়ন ও অগ্রযাত্রার ধারাকে রুখে দিতে বিএনপি-জামায়াত একদিকে যেমন বিদেশে দেশবিরোধী লবিস্ট নিয়োগ করেছে, তেমনি দেশের অভ্যন্তরে দেশ ধ্বংসের অভিপ্রায়ে চালাচ্ছে নানা অপতৎপরতা।
বক্তারা আরও বলেন, বিএনপি-জামায়াত জোট আগুন নিয়ে রাজনীতি করছে। বিগত সময়ে তারা আন্দোলনের নামে গোটা দেশে আগুন জ্বালিয়েছে। মানুষ পুড়িয়েছে। জ্বালাও পোড়াও করে দেশের সম্পদ বিনষ্ট করেছে। এখনো দেশের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। দলের নেতাকর্মীরা জঙ্গিবাদে জড়িয়ে পড়েছে। তাই বিএনপি-জামায়াত জোটের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।