রাঙামাটি
রাঙামাটিতে মেশিনগান-কার্বাইনসহ ৩ অস্ত্র ব্যবসায়ি আটক

রাঙামাটিতে মেশিনগান ও কার্বাইনসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা সদরের বিলাইছড়ি পাড়া থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো, বিশ্বজ্যোতি চাকমা ওরফে বাগানবাবু ওরফে সিদং(৫০), বিনয় ত্রিপুরা ওরফে সঞ্জয় ওরফে বাখর(৪৩) ও উল্যা প্রু মার্মা(৪৭)। এসময় তাদের কাছ থেকে একটি মেশিনগান, একটি সাব কার্বাইন, চারটি মোবাইল সেট উদ্ধার করা হয়। আটককৃতরা সাবেক জেএসএস(শান্তিবাহিনীর) নেতা এবং পেশাদার অস্ত্র ব্যবসায়ী বলে জানান পুলিশ।
রাঙামাটি কোতয়ালী থানার অফিস ইনচার্জ (ওসি) মীর জাহিদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যৌথবাহিনীর অভিযানে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অভিযানের সময় আরো অন্তত ১৫জন সন্ত্রাসী পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।