করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জনসাধারণকে স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক ব্যবহারে সচেতনতা সৃষ্টির লক্ষে পার্বত্য জেলা রাঙামাটিতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিতা হয়েছে। অভিযানে মাস্ক পরিধান না করায় ৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।
সোমবার সকালে রাঙামাটি জেলা শহরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযানে তাদেরকে জরিমানা করা হয়। এসময় মোটর-সাইকেল আরোহীর হেলমেট ও বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও অভিযান পরিচালনা করা হয়।
রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান বলেন, করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কাউকে মাস্কবিহীন যেমন সেবা দেয়া হচ্ছে না, তেমনি কাউকে রাস্তাঘাটে মাস্কবিহীন পেলে তাকেও জরিমানা করা হচ্ছে।
তিনি আরও জানান, শুধুমাত্র মাস্কের বিষয়ে নয়, সড়ক নিরাপত্তার জন্য মোটর সাইকেল আরোহীর হেলমেটের বিষয়েও অভিযান চালানো হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।