বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে রাঙামাটি জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা মহিলা দলের সভাপতি মিনারা আরশাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহ আলম।
এসময় জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহেদা আক্তার’র সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপেন তালুকদার দীপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, জেলা জাসাস’র সদস্য সচিব আবুল হোসেন বালি, জেলা তাঁতীদলের সেক্রেটারি আনোয়ারুল আজিম, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আবুল কাসেম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়াকে জেলে রেখে দেশে নির্বাচন হবে না। তাকে জেল থেকে বের করে আনতে হবে। প্রয়োজনে দেশের সকল বিএনপি নেতাকর্মীকে রাজপথে নামতে হবে। বিএনপির নেতাকর্মী আন্দোলনের মাধ্যমে এ সরকারের ষড়যন্ত্রকে রুখে দিয়ে দেশে শান্তি ফিরিয়ে আনবে বলেও মন্তব্য করেন বক্তারা।