‘কোনো শিশু যেনো ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়া থেকে বিরত না থাকে, সে ব্যাপারে আমরা স্বাস্থ্য বিভাগ সর্বাত্মক কাজ করে যাচ্ছি। এর পাশাপাশি কোন কোন খাবারে ভিটামিন ‘এ’ আছে, সে খাবার খাওয়ার জন্য পরামর্শ দিয়ে আসছে আমাদের মাঠকর্মীরা।’- এমন কথা জানালেন রাঙামাটির সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার।
বৃহস্পতিবার বিকালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ড উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন তিনি এসব কথা জানান। সিভিল সার্জন নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষেই এ সংবাদ সম্মেলন করেন।
তিনি জানান, ‘জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডে রাঙামাটি জেলায় আমাদের এ বছরের লক্ষ্যমাত্রা প্রায় ৮২ হাজার ৮২২ জন শিশু। গত বছরে যা ছিলো- ৭৭ হাজার ৮৪০ জন। এবছর আরও ৪ হাজার ৯৮২ শিশু বেড়েছে। এবছর পুরো জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ১ হাজার ১২৭ ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৭২ হাজার ৬৯৫ জন।’
ডাঃ শহীদ বলেন, ‘এবার পুরো জেলায় মোট ১ হাজার ৩১৩ টি অস্থায়ী ও অতিরিক্ত কেন্দ্র খোলা হবে। এরমধ্যে দশ উপজেলায় ১০টি ও রাঙামাটি পৌরসভাসহ ১১টি অতিরিক্ত কেন্দ্র থাকবে। বিশেষ করে এ অতিরিক্ত কেন্দ্রগুলো লঞ্চঘাট ও বাস টার্মিনালেই করা হবে। পুরো জেলার মোট ১ হাজার ৩১৩ টি কেন্দ্রের মধ্যে দুইজনকে মোট ২ হাজার ৬২৬ জন স্বেচ্ছাসেবি নিয়োজিত থাকবেন। ’
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, স্থানীয় দৈনিক গিরিদর্পণের সম্পাদক ও প্রবীণ সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদ। এসময় জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রিক ও অনলাইন মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, শিশুদের ভিটমিন ‘এ’ এর আওতাভুক্ত করা এটি জাতীয় কাজ; কেবল স্বাস্থ্য বিভাগেরই নয়। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন হলো রোগ প্রতিরোধের আগাম প্রস্তুতি। সাধারণত ভিটামিন ‘এ’ এর অভাবে মানুষ দৃষ্টি শক্তি হারায়, রাতকানা রোগ হয়। বিগত সময়ে আমরা দেখছি রাঙামাটি স্বাস্থ্য বিভাগ জনগণের দৌড়গোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে। তাদের মাঠ পযায়ের কর্মীরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য বিষয়ে জনসচেতনা বৃদ্ধি করছেন।
প্রবীণ সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদ বলেন, আমরা কেবল সংবাদ প্রচার করলেই হবেনা। আমাদের নিজেদেরও এই বিষয়ে প্রচারণা চালাতে হবে, যাতে করে কোনো শিশু ভিটমিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে। তাই আমাদেরও এ বিষয়ে সর্বাত্মক প্রচরণা চালাতে হবে।