নিজস্ব প্রতিবেদক
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রদীপ প্রজ্জ্বলন করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রাঙামাটি জেলা শাখা। মঙ্গলবার সন্ধ্যায় রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এসময় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি নূর আজাদ চৌধুরী সভাপতিত্বে জেলা সংসদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রদীপ প্রজ্জ্বলনের আগে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় স্বাধীনতাকে সমুন্নত রাখার পাশাপাশি স্বাধীনতাবিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে লড়াই জারি রাখার শপথগ্রহণ করেন মুক্তিযোদ্ধার সন্তানরা।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ‘দেশে এখনো স্বাধীনতা বিরোধী চক্র সক্রিয় আছে। তাদের বিরুদ্ধে লড়াই চলমান রাখতে হবে। যে উদ্দেশ্য নিয়ে ১৯৭১ সালে ১৪ ডিসেম্বর দেশকে মেধা শূণ্য করতে চেয়েছিল তা তারা সম্পূর্ণ সফল হতে পারেনি। স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।’