‘সরকারী নীতি অনুস্মরন করে জেলা পরিষদ হতে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সন্তানদের কোন বৈষম্য হবে না’ বলে সাফ জানিয়ে দিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর নের্তৃত্বে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করতে পাকিস্থানীদের সাথে স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। এই মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের জন্যই আমরা স্বাধীনতা পেয়েছি, একথা ভুলে গেলে চলবে না। কাজেই তাদের সম্মান আমাদের সকলকেই দিতেই হবে। মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি অব্যাহত রেখেছেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
সোমবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে পরিষদ সভাকক্ষে আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন।
অনুষ্ঠানে রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, পুলিশ সুপার আলমগীর কবির, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা কমিটির সদস্য শাহজাহান মোল্লা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দিন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সান্তনা চাকমা, রাঙামাটি মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রবার্ট রোনাল্ড পিন্টু, মুক্তিযোদ্ধা মোঃ ইকবাল, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানন প্রধান ও জেলার মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মামুনুর রশিদ বলেন, দেশের সূর্য সন্তানদের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে। যে কোন সমস্যা নিয়ে আমার কাছে আসলে তা নিরসন করার চেষ্টা আমি করে যাবো। আমরা আজ কর্মকর্তা হওয়ার পেছনে তাদেরই অবদান। এ জেলার সকল সম্প্রদায়ের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে আমি কাজ করে যাবো।
পরে জেলা পরিষদ হতে শহীদ মুক্তিযোদ্ধা ৬ পরিবারের সদস্যদের মাঝে ২ হাজার ৫ শত টাকা ও বীর মুক্তিযোদ্ধা ৬০জন এবং ২৭জন মৃত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে ১হাজার টাকার প্রাইজবন্ড বিতরন করেন অতিথিরা।
এর আগে সুর্যোদয়ের সাথে সাথে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ হতে বীর শহীদদের পুষ্পস্তবক অর্পন করা হয়।
এইমাত্র প্রকাশিতঃ
- কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়
- ক্ষোভে শ্বশুরকে শ্বাসরোধ করে হত্যা করে জামাই
- দেশীয় প্রজাতির বিলুপ্ত দেড় লাখ গাছের চারা রোপণ দক্ষিণ বন বিভাগের
- বিদ্যালয়ের গেইট পড়ে শিশু মৃত্যু; মাঠে তদন্ত কমিটি
- নানিয়ারচরে কাজু বাদাম ও কফি চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান
- ওয়াগ্গা পাগলী পাড়া ফুকির মুরং ঝর্নায় বাড়ছে ভ্রমণপিপাসুদের ভিড়
- কাপ্তাইয়ে পর্যটনে অপার সম্ভাবনা রয়েছে: ইউএনও
- কাপ্তাই হ্রদে শেষ হচ্ছে মাছ আহরণের নিষেধাজ্ঞা, প্রস্তুত জেলেরা