
রাঙামাটি পৌরসভায় মেয়র প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনকে ধানের শীষের মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
শুক্রবার দলটির পক্ষে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। একই সময় বান্দরবান পৌরসভায় মোহাম্মদ জাভেদ রেজা এবং মাটিরাঙ্গা পৌরসভায় মোঃ শাহজালাল কাজলকে দলটির প্রার্থী হিসেবে মনোনয়ন নিশ্চিত করেছে বিএনপি।
আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন,রাঙামাটিবাসির দোয়া-আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেছেন।