নিজস্ব প্রতিবেদক ॥
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটিতে বিক্ষোভ সমাবেশ পালন করেছে জেলা বিএনপি। বুধবার সকালে জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল, কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান, সাবেক পার্বত্য উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, বিএনপি নেতা এডভোকেট মামুনুর রশীদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, সরকার উন্নয়নের নামে দুর্নীতি ও লুটপাটে ব্যস্ত। দুর্নীতির কারণে দেশের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য হাতের নাগালের বাইরে। ৮০ টাকার তেল এখন ২০০ টাকা দিয়ে কিনে খেতে হচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার নির্বাচিত না হওয়ায় জনগণকে এর খেসারত দিতে হচ্ছে। নৈশকালীন নির্বাচন আর কোনও অবস্থাতেই গ্রহণের সুযোগ দেয়া হবে না বলে জানিয়ে বক্তারা বিএনপি নেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সরকারের পদত্যাগ দাবি করেন।