পাহাড়ের সবচে বড় সামাজিক উৎসব বৈসাবি উপলক্ষে নানান কর্মসূচী পালন করছে মানুষ। তারই ধারাবাহিকতায় বিজু, সাংগ্রাইং, বৈসু, বিষু, বিহু আয়োজক কমিটির আয়োজনে বুধবার বিকালে রাঙামাটি চিং হ্লা মং মারি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বলি খেলা।
এসময় বলি খেলায় লংগদু’র সাধন চাকমা, খাগড়াছড়ির সুমন চাকমা, রাঙামাটি সদরের অনুপম চাকমা, নানিয়ারচর’র সুভাশিষ চাকমা সহ আরো অনেকে অংশগ্রহণ করেন।
বলি খেলা শেষে পুরষ্কার বিতরণ করেন বিজু, সাংগ্রাইং, বৈসু, বিষু, বিহু আয়োজক কমিটির সভাপতি প্রকৃত রঞ্চন চাকমা, বাংলাদেশ আদিবাসী ফোরাম’র সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা।
1 Comment
wow