ভগবান শ্রীকৃঞ্চের জন্মদিন উপলক্ষ্যে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি করেছে জন্মাষ্টমি উদযাপন পরিষদ।
সোমবার সকাল শহরের শাহ উচ্চ বিদ্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এর আগে র্যালিপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন রাঙামাটির সংসদ সদস্য ঊষাতন তালুকদার। এসময় অমর কুমার দে’র সভাপতিত্বে এবং পঞ্চানন ভট্টাচার্যের সঞ্চালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।