
শুভ্র মিশু ॥
রাঙামাটিতে তিন দিনব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা শুরু হয়েছে। রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার বিকালে এই বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।
এতে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, প্রেসক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, রাঙামাটি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান সুনীমল চাকমা।
এতে বক্তারা বলেন, মানুষের জ্ঞান বিজ্ঞানের বিকাশের জন্য বই পড়তে হবে। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু ও স্বাধীনতা সম্পর্কে জানাতে বইয়ের বিকল্প নেই। আর নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু ও স্বাধীনতা সম্পর্কে জানাতে এবং বই পড়ায় উৎসাহিত করতে এই বইমেলার আয়োজন।
স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালায়ের ব্যবস্থাপনায় মেলার বাস্তবায়ন করছে রাঙামাটি জেলা প্রশাসন।
বিকালে মেলা উদ্বোধনের আগে একটি র্যালি জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বনরূপা চত্বর ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।