‘জুম্ম জাতীয় অস্তিত্ব রক্ষায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে ছাত্র ও যুব সমাজ ইস্পাত কঠিন আন্দোলন গড়ে তুলি’ স্লোগানে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার ২৩তম বার্ষিক শাখা সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। রোববার সকাল ১০টায় রাঙামাটি উদ্যোগ রিসোর্স সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে পিসিপি রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জগদীশ চাকমার সঞ্চালনায় এবং সভাপতি মিলন কুসুম তঞ্চঙ্গার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য সাধুরাম ত্রিপুরা (মিল্টন)। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন মারমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি রাঙ্গামাটি জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক সাগর ত্রিপুরা (নান্টু), হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ম্রানু সিং মারমা। সম্মেলন ও কাউন্সিলে স্বাগত বক্তব্য রাখেন পিসিপি জেলা কমিটির সহ-সভাপতি জিকো চাকমা।
সম্মেলন শেষে আবারও মিলন কুসুম তঞ্চঙ্গাকে সভাপতি, সাধারণ সম্পাদক জগদীশ চাকমা সাধারণ সম্পাদক এবং পিয়েল চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে মোট ২৭ সদস্য বিশিষ্ট পিসিপি রাঙামাটি জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিকে শপথবাক্য পাঠ করান পিসিপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজল চাকমা। বিজ্ঞপ্তি