রাঙামাটি শহরের প্রবেশপথে নিয়ন্ত্রন হারিয়ে একটি বড় ট্রাক (লরি) সড়কের পাশের দোকান ও বসত ঘরের উপরে উঠে গেলে অন্তত: ২ জন নিহত এবং ৭ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় শহরের প্রবেশপথের শিমুলতলি এলাকায় একটি মালবাহি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে পাশর্^বর্তী দোকানের উপর উঠে গেলে নূর হোসেন (৬০) এবং হাশেম মিস্ত্রি ( ৪৫) ঘটনাস্থলেই নিহত হন এবং আরো অন্তত: ৭ জন আহত হয়। আহতরা হলো মো: সুমন (৪৫),মহিদুল ইসলাম (২৯),শামীম (২৬),শরীফ (১৬), সুমলা বেগম (২০),নূর মোহাম্মদ (৩০),সিরাজুল ইসলাম (২১)। এদের মধ্যে গুরুতর আহত ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ও নিহতরা সবাই দোকান ও দোকানের পেছনের বসতঘরের বাসিন্দা।
রাঙামাটি সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: অনন্যা চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
4 Comments
ei gotonata kkn
সেখানে যতই সতর্কতা অবলম্বন করা হোকনা কেন মাঝেমাঝে মানুষ মারা পড়বেই।অনেক আগেও সুন্দর মেয়ে দেখে লোভে…. এখন অনেক মানুষ মাটিচাপায় মারা গিয়ে আরো শক্তিশালী হয়েছে।দৈবশক্তির সাথে কোন শক্তি পারবেনা
কিভাবে মারা গেল?
Jubaida Momo বাস না ট্রাক