নিজস্ব প্রতিবেদক
বান্দরবানের রুমায় সন্ত্রাসীদের গুলিতে সেনা কর্মকর্তার মৃত্যুর প্রতিবাদ ও দোষিদের গ্রেফতারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। বৃহস্পতিবার সকালে রাঙামাটি পৌর প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বনরূপা গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা রাঙামাটি-চট্টগ্রাম প্রধান সড়কে অবস্থান নেয়ায় এই সময় ঘণ্টাখানেক সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবুর রহমান মজিব এতে প্রধান অতিথি ছিলেন। এতে বিশেষ অতিথি বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. আলমগীর কবির, রাঙামাটি জেলা শাখার সহ-সভাপতি আমির মো. সাবের, কাজী জালোয়া, সাধারণ সম্পাদক মো. সোলায়মান, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দীক, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. হাবিব আজম, প্রচার সম্পাদক মো. তাজুল ইসলাম, রাঙামাটি জেলা সদস্য সচিব মো. মামুনুর রশীদ মামুন, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের সাংগঠনিক মোরশেদা আক্তার, রাঙামাটি জেলা সভাপতি সালেহা আক্তার, সাধারণ সম্পাদক আসমা মল্লিক, সাংগঠনিক সম্পাদক লাভলী আক্তার।
বক্তারা বলেন, আঞ্চলিক দলগুলোর সন্ত্রাসী কার্যক্রমের কারণে পার্বত্যাঞ্চলে বসবাসরত পাহাড়ি, বাঙালি কোন নাগরিক শান্তিতে বসবাস করতে পারছে না। তাদের সন্ত্রাসী কার্যক্রমে বাধা দেয়ায় সাধারণ মানুষের পাশাপাশি সেনা কর্মকর্তাদেরও প্রাণ হারাতে হচ্ছে। একটি স্বাধীন, সার্বভৌমত্ব রাষ্ট্রে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা মানেই রাষ্ট্রের ওপর হামলা, তাই অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান বক্তারা।