পার্বত্য শহর রাঙামাটিতে করোনা শনাক্ত বেড়েই চলেছে। প্রতিদিনই আশংকাজনক হারে বাড়ছে সংক্রমন।
বৃহস্পতিবার সকালে আসা রিপোর্টে নতুন করে আরো ২৮ জনের পজিটিভ সংক্রমনের তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা: মোস্তফা কামাল।
ডা: মোস্তফা জানিয়েছেন,নতুন শনাক্তদের মধ্যে ১৫ জন রাঙামাটি শহরের,৯ জন জুরাছড়ি উপজেলার এবং ৪ জন কাপ্তাই উপজেলার।
এনিয়ে রাঙামাটি জেলায় মোট সংক্রমন শনাক্ত হলো ৩২৭ জনের। বুধবার পর্যন্ত এদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৫৪ জন। করোনায় এ জেলায় এযাবৎ মারা গেছেন ৬ জন।
এছাড়াও উপসর্গ নিয়ে মারা গেছেন বেশ কয়েকজন। এর মধ্যে মঙ্গলবার রাত থেকে বুধবার বিকাল পর্যন্ত রাঙামাটি শহরের তবলছড়ি ও চম্পকনগরে দুইজন এবং লংগদু উপজেলায় একজনসহ মোট ৩ জন মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে।
জেলায় আক্রান্ত ৩২৭ জনের মধ্যে ১৮৮ জন রাঙামাটি শহরের এবং ৭২ জন কাপ্তাই উপজেলার।