করোনাভাইরাস আপডেটরাঙামাটি
রাঙামাটিতে দু’দিনে ৪ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
পার্বত্য জেলা রাঙামাটিতে সোম ও মঙ্গলবার- এ দুই দিনে চার জনের দেহে নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণ ধরা পড়েছে। নতুন আক্রান্ত চার জনই জেলা সদরের বাসিন্দা। রাঙামাটি জেলা সিভিল সার্জন (সিএস) অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
সিভিল সার্জন অফিসের তথ্য মতে, সোমবার রাঙামাটি সদর উপজেলার তিন জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়ে। মঙ্গলবার আরও একজনের করোনা সংক্রমণ ধরা পড়েছে, তবে এদিন ২৩ জনের নমুনা পরীক্ষায় একজনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এর আগে সোমবার ২৫ জনের নমুনায় তিন জনের করোনা সংক্রমণ পাওয়া যায়।
এনিয়ে জেলায় ৪ হাজার ২৫৬ জন করোনাভাইরাসে সংক্রমিত হলেন। মরণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত ৩৪ জন মারা গেছেন।