রাঙামাটির ৭হাজার ১শত ৯৪ পরিবার ওএমএস’র রেশন কার্ডের আওতায় আসছে। রাঙামাটির দুই পৌর এলাকায় এই রেশন কার্ডের তালিকা তৈরি করছেন কাউন্সিলররা। সামনের সপ্তাহেই চালু হতে পারে ওএমএস’র রেশন প্রদান কার্যক্রম।
রাঙামাটি পৌরসভা এলাকায় এই রেশন কার্ডের আওতায় আনা হচ্ছে ৫হাজার ৯শত ৯৪ পরিবারকে। যা প্রতি ওয়ার্ডে সমানভাবে ভাগ করে এর আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন পৌরকর্তৃপক্ষ। যারা এই রেশন কার্ডের আওতায় আসবেন তারা অন্যান্য ত্রাণ সহযোগিতার আওতায় আসবেন না। পৌর এলাকায় রেশন কার্ডের আওতায় যারা আসবেন তাদের তালিকা তৈরি করছেন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলররা।
রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভায় এই রেশন কার্ডের আওতায় আসছে ১হাজার ২শত পরিবার।
রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী জানিয়েছেন, যারা এই রেশন কার্ডের আওতায় আসবেন তারা ওএমএস’র মাধ্যমে খুব কম মূল্যে পণ্য সংগ্রহ করতে পারবেন। তারা আর অন্য ত্রাণ কার্যক্রমের আওতায় আসবেন না। যারা এই রেশন কার্ডের তালিকায় নিজেদের অন্তভুক্ত করতে চান তারা সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের সাথে যোগাযোগ করার আহবান জানান তিনি।
রাঙামাটি জেলা প্রশাসনের সহকারি কমিশনার লাইলাতুল হোসেন জানিয়েছেন, রাঙামাটির উপজেলাগুলোতে খাদ্য বান্ধব কর্মসূচি চালু আছে, যেহেতু দুই পৌরসভায় এই কর্মসূচি চালু নেই সেহেতু আপাতত পৌর এলাকাগুলোতে ওএমএস’র এই রেশন কার্ড চালু করা হয়েছে। আগামি মঙ্গলবার থেকে ওএমএস’র এই কার্যক্রম চালু হতে পারে।
এইমাত্র প্রকাশিতঃ
- রোটার্যাক্ট ক্লাব অব রাঙামাটির নেতৃত্বে আলী ও সাইফুল
- রাজস্থলীতে সশস্ত্র হামলার প্রতিবাদে মানববন্ধন
- জমে উঠেছে রাঙামাটিতে কোরবানির পশুর হাট
- কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে দু’জনের সশ্রম কারাদণ্ড
- কাপ্তাইয়ে নতুন ভোটারদের ছবি তোলা কার্যক্রম শুরু
- রাঙামাটিতে বিজিবি’র উদ্যোগে ৭ হাজার বৃক্ষ রোপণ ও বিতরণ
- কাপ্তাইয়ে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু
- নানিয়ারচর প্রশাসনের মতবিনিময় সভা