নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটিতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। রবিবার সকালে শহরের আসামবস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টিসিবি’র পণ্য বিক্রয় কর্মসূচির উদ্বোধন করেন রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, রাঙামাটি পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিনসহ পৌর কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, আমাদের সরকার সব সময় মানুষের পাশে থাকেন বলেই রমজান উপলক্ষে এমন আয়োজন করা হয়েছে। যাতে সাধারণ মানুষের কোনও কষ্ট না হয়। আপনারা মাত্র ৪৬০ টাকার বিনিময়ে ২ কেজি করে চিনি, ডাল ও সয়াবিন তেল পাচ্ছেন।
জেলার ১০ উপজেলায়ও এক যোগ টিসিবি পণ্য বিক্রয়ের খবর পাওয়া গেছে। জেলা প্রশাসনের তথ্য মতে, প্রথম দিনে রাঙামাটি জেলায় ১২ হাজার কার্ডধারী নি¤œ আয়ের মানুষ এ পণ্য পাবেন। জেলায় মোট ৮৭ হাজার ৩৪০ পরিবারকে টিসিবি কার্ড দেয়া হয়েছে।
উদ্বোধনের পর ফ্যামিলি কার্ড নিয়ে লাইন ধরে সাধারণ মানুষ টিসিবি পণ্য সংগ্রহ করে।