রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

ডেস্ক প্রতিবেদন ॥
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেছেন, ২০৩০ সালের মধ্যে সাসটেইনেবল ডেভালাপমেন্ট গোল বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জেলার সকল সরকারি বিভাগকে একযোগে কাজ করে যেতে হবে। গ্রাম, ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে সরকারি উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা খোঁজ নিলে এই লক্ষ্য অর্জন সম্ভব হবে। মিলেনিয়াম ডেভালাপমেন্ট গোল বাস্তবায়নে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের অবস্থান বেশ সন্তোষজনক। বিদেশিদের এক সময়ের তলাবিহীন ঝুঁড়ি থেকে বেড়িয়ে বর্তমানে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতে চলেছে। স্যানিটেশান কার্যক্রম বাস্তবায়নে ভারতের তুলনায় বাংলাদেশ অনেক এগিয়ে। আমাদের সাফল্য বেশি। এসব সম্ভব হয়েছে সরকারি মেশিনারির আন্তরিকতা ও জনগণের একান্ত আগ্রহ এবং প্রচেষ্টায়। তিনি বলেন, যেকোন দুর্বল বিষয়ে সকলে মিলে একত্রে কাজ করলে সাফল্য অর্জন হয়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনে তিন পার্বত্য জেলার দুর্গমতা একটি অন্যতম চ্যালেঞ্জ হলেও আমাদের প্রচেষ্টা আন্তরিক হলে আমরা সে বাধা অনায়াসে অতিক্রম করতে পারবো। স্ব স্ব বিভাগ স্ব স্ব কার্যক্রম সঠিকভাবে করলে এসডিজি বাস্তবায়ন সম্ভব হবে।
বৃহস্পতিবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে (এনেক্স ভবন) অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির সভায় সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন।
রাঙামাটি সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ বলেন, জেলায় কিছুটা নারী নির্যাতনের হার বাড়লেও সার্বিক অর্থে অন্য জেলার তুলনায় অপরাধের মাত্রা কম। যেকোন অপরাধমূলক কর্মকান্ড সংঘটনে কোন তথ্য থাকলে তা পুলিশ প্রশাসনকে জানিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।
রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসীন বলেন, রাঙামাটি সদর উপজেলার ৬টি ইউনিয়নে অগ্নিকান্ড ঘটলে তা নির্বাপনে কোন ব্যবস্থা নেই। পানিপথে অগ্নি নির্বাপনের ব্যবস্থা থাকলে উপজেলার মানুষ উপকার পেতো। তিনি রাঙামাটির মানিকছড়ি থেকে কুতুকছড়ি পর্যন্ত সড়কে সোলার লাইট স্থাপনের প্রস্তাব রাখেন সভায়।
রাঙামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মামুন, সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষসহ বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।