পার্বত্য জেলা রাঙামাটিতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জেলা ছাত্রলীগ। এ উপলক্ষে মঙ্গলবার বিকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ হতে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি পৌরসভা চত্বরে এসে শেষ হয়।
পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, কেক কাটা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
আলোচনা সভায় জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল জব্বার সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি চিংকিউ রোয়াজা। এতে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর।
অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন। বিজ্ঞপ্তি