সৈকত বাবু
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাঙামাটি জেলা ছাত্রদল।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার বিকাল সাড়ে তিনটায় রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে রাঙ্গামাটি জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল সমাবেশ বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, যুবদল নেতা সিরাজুল মোস্তফা, জেলা ছাত্রদলের সাংগগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকু, কলেজ ছাত্রদল নেতা অলি আহাদ প্রমুখ।
সমাবেশে বক্তারা খালেদা জিয়াকে ‘পদ্মার পানিতে চুবিয়ে হত্যার হুমকি’র নিন্দা জানিয়ে বলেন, ‘শেখ হাসিনার জালিম ও অবৈধ সরকারের বিরুদ্ধে সকলকে রাজপথে থেকে দুরবার আন্দোলন গড়ে তুলতে হবে। এ সরকারের কাছে কেউই নিরাপদ নয়। আন্দোলন করে সরকার পতনের মধ্য দিয়ে মানুষের মুক্তি মিলবে।’