শুভ্র মিশু ॥
পার্বত্য জেলা রাঙামাটির দুর্গম উপজেলাগুলো প্রান্তিক জনগোষ্ঠীর বসবাস। এসব দুর্গম অঞ্চলের বাসিন্দাদের উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা পরিবর্তনসহ নানাবিধ কার্যক্রমে জেলা প্রশাসকের উত্তরাধিকার সনদের প্রয়োজন হয়ে থাকে। তবে একাজে সাধারণ ও গ্রামীণ মানুষের দুর্ভোগ কমাতে অনলাইনে সেবা প্রদানের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।
শুক্রবার সকালে বীর মুক্তিযোদ্ধা শহীদ কাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে অনলাইনে উত্তরাধিকার সনদ প্রদান অনলাইন আবেদন উদ্বোধন করেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, রাঙামাটি পার্বত্য জেলার বাসিন্দাদের বৈধ উত্তরাধিকার হিসেবে প্রতিষ্ঠার প্রয়োজনীয় সনদপত্র হচ্ছে “জেলা প্রশাসক প্রদত্ত উত্তরাধিকার সনদপত্র”। এ সনদপত্রটি গ্রহণের জন্য দুর্গম পার্বত্যাঞ্চলের মানুষকে রাঙামাটি জেলা সদরে এসে আবেদন এবং সনদপত্র গ্রহণ করতে হতো। রাঙামাটি পার্বত্য জেলার বাসিন্দাদের সুবিধার্থে জেলা প্রশাসনের ইনোভেশন কার্যক্রমের আওতায় উক্ত কার্যক্রমটি অনলাইন করা হয়েছে। আমি জেলা প্রশাসক হিসেবে এ উদ্যোগটি সুন্দরভাবে বাস্তবায়নের লক্ষ্যে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
বর্তমান প্রচলিত পদ্ধতিতে উত্তরাধিকার সনদ পেতে সেবাগ্রহীতাকে প্রায় ৬০ দিনের মতো অপেক্ষা করতে হয়। বর্তমানে ঘরে বসে অনলাইনের আবেদনের মাধ্যমে ২০ দিনের মধ্যে সনদপত্র পাওয়া যাবে। এতে সেবা গ্রহীতারা অর্থ ব্যয়, কম সময়ে সেবা পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটির পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেনসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
রাঙামাটি জেলা প্রশাসনের ওয়েবসাইটে ঢুকে অভ্যন্তরীণ ই-সেবাই গিয়ে ‘অনলাইন উত্তরাধিকার সনদ প্রাপ্তির আবেদন’ ক্লিক করেই আবেদন করা যাবে।