শুভ্র মিশু ॥
রাঙামাটিতে তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর ভূমিহীন ও গৃহহীন প্রকল্পের আওতায় ২০৬ পরিবার পাচ্ছে ভূমি ও গৃহ। রবিবার দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান, রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
তিনি বলেন, জেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা ২,৯০৭টি। যার মধ্যে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ভূমি ও গৃহ পেয়েছে ১২৩৯টি পরিবার, তৃতীয় পর্যায়ে পাচ্ছে ২০৬টি পরিবার।
আগামী ২৬ এপ্রিল মুজিববর্ষে রাঙামাটিতে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ৩য় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রম কাউখালি উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তবে দুর্গমতার কারণে অন্যান্য সুবিধার মত প্রধানমন্ত্রীর এই উপহার সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে জুরাছড়ি উপজেলার মৈদ্যং ও দুমদুম্য ইউনিয়ন এবং বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়নের মানুষ।
৩য় পর্যায়ে প্রতিটি গৃহনির্মাণে ব্যয় হয়েছে ২লক্ষ ৪০ হাজার থেকে ২লক্ষ ৬৯ হাজার ৫শত টাকা।
২০৬টি ঘরের মধ্যে বাঘাইছড়ি উপজেলায় ৯০টি, লংগদু উপজেলায় ১০টি, নানিয়াচর উপজেলায় ১১টি, বরকল উপজেলায় ৫৫টি এবং কাউখালি উপজেলায় ৪০টি ভূমি ও গৃহহীন পরিবার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল, রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন, মো. মামুন মিয়া।