নিজস্ব প্রতিবেদক
পার্বত্য জেলা রাঙামাটিতে নভেল করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছেই। সোমবার রাঙামাটি জেলায় ১৮৫ জনের নমুনা পরীক্ষা করে ৭৫ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। রাঙামাটি জেলা সিভিল সার্জন কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে, গত ২৪ ঘন্টায় রাঙামাটিতে ১৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়; এরমধ্যে ৯৩টি পিসিআর ও ৯২ এন্টিটেন। নমুনা পরীক্ষায় ৭৫ জনের নমুনায় কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। নতুন সংক্রমিতদের মধ্যে সদর উপজেলায় ৪৫, রাজস্থলী ২, বাঘাইছড়ি ৬, বিলাইছড়ি ৬, জুরাছড়ি ২, কাপ্তাই ৮, লংগদু ৩, নানিয়ারচর ২ ও কাউখালী উপজেলায় ১ একজন। এছাড়া জেলায় করোনায় আক্রান্ত হয়ে একজন আইসোলেশনে আছেন । এপর্যন্ত জেলায় ৪ লাখ ১০ হাজার ৭৩৪ জনকে প্রথম ডোজ; ৩ লাখ ৩ হাজার ২৩ জনকে দ্বিতীয় ডোজ কোভিড-১৯ টিকা দেওয়া হয়েছে।
এদিকে, রাঙামাটিতে হুহু করে করোনার সংক্রমণ বাড়তে থাকলেও জনসাধারণের মধ্যে স্বাস্থ্যবিধি মানতে অনীহা দেখা যাচ্ছে। প্রতিদিন জেলা শহরে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। তবে পর্যটন-বিনোদনকেন্দ্র, শমিংমল ও হাটবাজারে স্বাস্থ্যবিধির বালাই নেই। সরকারি নির্দেশনা অনুযায়ী, রাত আটটায় দোকানপাট বন্ধের সিদ্ধান্ত থাকলেও বেশির দোকানিই সেই সিদ্ধান্ত মানছেন না।