পার্বত্য জেলা রাঙামাটিতে করোনা রোগির সংখ্যা বেড়ে ২৪ জন হয়েছে। বৃহস্পতিবার নতুন করে আরো ১০ জনের করোনা শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা: মোস্তফা কামাল।
জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে-আক্রান্তদের মধ্যে লংগদু উপজেলার ২ জন, জুরাছড়ির ৬ জন এবং রাঙামাটি সদর হাসপাতালের একজন নার্স ও একজন আয়া আছেন।
ডা: মোস্তফা কামাল জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে রাঙামাটি সদর হাসপাতালে কর্মরত দুইজন স্বাস্থ্য বিভাগের। বাকি ৮ জন সাধারন মানুষ। এদের মধ্যে ৫ জন নারী ৫ জন পুরুষ আছেন। একজনের বয়স ৭০ বছর। বাকিরা সবাই মধ্যবয়স্ক।
প্রসঙ্গত, এনিয়ে রাঙামাটি জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ এ। এর আগে ৬ মে সর্বপ্রথম এই জেলায় করোনা সনাক্ত হয় ৪ জনের। ওই ৪ জনের দ্বিতীয় রিপোর্ট নেগেটিভ আবার পর তৃতীয় রিপোর্টের জন্য পাঠানো হয়েছে। এরই মধ্যে ১২ মে ১ জন,১৩ মে ৯ জন এবং আজ ১৪ মে ১০ জন আক্রান্ত হলো।