নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটিতে এপিবিএনের টহল কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার সকাল ৮টা হতে এপিবিএন রাঙামাটি পার্বত্য জেলায় শহর এলাকায় পুলিশি কার্যক্রমের অংশ হিসেব টহল কার্যক্রম শুরু করেছে। গত ২৫ মে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ তিন পার্বত্য জেলায় তিনটি নতুন এপিবিএনের ইউনিট উদ্বোধন করেন।
এপিবিএন রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফজলুল করিম জানান, আপাতত শহর এলাকায় টহল কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে জেলা জুড়ে কার্যক্রম শুরু হবে।