বর্ণিল আয়োজনে পার্বত্য জেলা শহর রাঙামাটিতে পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী।
রবিবার দিনটি উপলক্ষ্যে সকালে শহরের জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বনরূপায় একটি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে আলোচনা সভায় মিলিত হয়।
সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর,রাঙামাটি জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ,রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র কালায়ন চাকমা,কাউন্সিরর জামালউদ্দিন,রাঙামাটি সরকারি কলেজের সাবেক জিএস জাহাঙ্গীর আলম মুন্না।
বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকাশ চাকমা,জেলা যুবদলের সাধারন সম্পাদক আবু সাদাত মোঃ সায়েম,জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাওয়ালউদ্দিন,বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির জেলা কমিটির যুগ্ম সম্পাদক জিসান বখতেয়ার।
বক্তারা এনটিভির পেশাদারিত্ব ও নিরপেক্ষতার ভূয়সী প্রশংসা করে রাঙামাটির রাজনীতিকে সুষ্ঠু ও সুন্দর রাখার জন্য সবাই দল মত পথের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকার প্রতি গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।