রাঙামাটি

রাঙামাটিতে এনজিও কার্যক্রম তত্ত্বাবধান ও মূল্যায়ন সভা

ডেস্ক রিপোর্ট॥

সরকারি উদ্যোগের পাশাপাশি রাঙামাটি জেলার বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে এনজিও কার্যক্রম সমন্বয়ের ওপর জোর দিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। তিনি বলেন, করোনার কারণে এনজিও সমন্বয় সভা নিয়মিত অনুষ্ঠিত হয়নি। পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী জেলার সকল কাজের সমন্বয় এবং তদারকির দায়িত্ব তিন পার্বত্য জেলা পরিষদের ওপর ন্যস্ত করেছে সরকার। এরই ধারাবাহিকতায় সরকার পার্বত্য জেলাগুলোর এনজিও কার্যক্রম তত্ত্বাবধান ও মূল্যায়ন এর দায়িত্বও পরিষদের ওপর অর্পণ করেছে। সমতলের চাইতে পার্বত্য এলাকার মানুষ উন্নয়নের দিক দিয়ে এখনো অনেক পিছিয়ে রয়েছে। সরকারি এবং বেসরকারি উদ্যোগের সমন্বয়ের মাধ্যমে এ জেলার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে এলাকার মানুষ উন্নয়নের সুফল পাবে বলে তিনি মন্তব্য করেন।।

বৃহস্পতিবার সকালে পরিষদের মিনি কনফারেন্স কক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আয়োজিত এনজিও কার্যক্রম তত্বাবধান ও মূল্যায়ন সংক্রান্ত জেলা কমিটির দ্বি-মাসিক সভায় সভাপতির বক্তব্যে চেয়ারম্যান এ কথা বলেন।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান এর পরিচালনায় দ্বি-মাসিক সভায় পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহা. আশরাফুল ইসলাম, রাঙামাটি জেলা প্রশাসনের সহকারি কমিশনার মো. বোরহান উদ্দীন মিটুসহ জেলার বেসরকারি উন্নয়ন সংস্থার নির্বাহী কর্মকর্তা ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − six =

Back to top button