প্রান্ত রনি
পার্বত্য জেলা রাঙামাটিতে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত রেকর্ড শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় পুরো জেলায় নতুন করে আরও ৫৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এর আগের দিনও জেলা সদরসহ তিন উপজেলাতে ৩০ জনের করোনা শনাক্ত হয়। জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা জেলা সদরেই বেশি।
শনিবার নতুন শনাক্ত হওয়া ৫৮ জনের মধ্যে ৩১ জনই সদর উপজেলার। বাকীদের মধ্যে কাপ্তাই উপজেলায় ১৪, নানিয়ারচরে ২, বিলাইছড়িতে ৩, বাঘাইছড়িতে ১, লংগদুতে ৬ ও কাউখালী উপজেলায় ১। শনিবার মোট ২২১ জনের নমুনা পরীক্ষা করা হয়; এর মধ্যে ৫৮ জনের পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ২৬ দশমিক ২৪ শতাংশ।
জেলা সিভিল সার্জন অফিস শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছে। তাদের দেয়া তথ্য মতে, চলতি বছরে করোনা সংক্রমণের মধ্যে শনিবারই একদিনে এক সঙ্গে ৫৮ জনের সংক্রমণ ধরা পড়েছে। এটি রেকর্ড শনাক্ত ও অত্যন্ত উদ্বেগজনক খবর।
সংশ্লিষ্টরা বলছেন, সরকার ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক ও শারীরিক দূরত্ব নিয়ন্ত্রণের ব্যাপারে বারবার বলা হলেও জনসাধারণের মধ্যে উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে; যে কারণেই জেলায় উদ্বেগজনক হারে করোনা সংক্রমণ বেড়েই চলছে। জেলা সদরে মানুষের উপস্থিতি বেশি ও চলাফেরা, মেলামেশা বেশি হওয়ার কারণে সংক্রমণের সংখ্যাও সদরে বেশি।
উল্লেখ্য যে, করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে জেলায় বর্তমানে ১৫ জন আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এ পর্যন্ত ২১ জনের। সবশেষ গত শুক্রবার বিলাইছড়িতে এক বৃদ্ধ মারা যান।