সারা দেশের সাথে একযোগে রাঙামাটি জেলারও এইচএসসি পাশের ফলাফল প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার সারা দেশের সাথেই একযোগে এ ফলাফল প্রকাশ করা হয়। এবার রাঙামাটির এইচএসসি পরীক্ষার্থী ছিলো ৫,৯০৮জন, পাশ করেছে ২,৯০৮জন। রাঙামাটির পাশের হার ৪৯.২২%।
এতে রাঙামাটি সরকারি কলেজের মোট পরীক্ষার্থী-১৪১৯ জন,পাশ-৬৫০,জিপিএ-৫= ১জন,পাশের হার-৪৫.৮১%, রাঙামাটি সরকারি মহিলা কলেজ: মোট পরীক্ষার্থী-৮৩৬ জন,পাশ-৩৯৩, জিপিএ-৫ নাই, পাশের হার-৪৭.০১%, লেকার্স পাবলিক কলেজ: মোট পরীক্ষার্থী-১২৯, পাশ-১০৪, জিপিএ-৫ নেই, পাশের হার-৮০.৬২%, রাঙামাটি পাবলিক কলেজ: মোট পরীক্ষার্থী-২০৫ জন,পাশ-১১৩,পাশের হার-৫৫.১২%, রাঙামাটি বিএম কলেজ: মোট পরীক্ষার্থী-১৮১জন,পাশ-১৩৭ জন,পাশের হার-৭৫.৬৯%, কাচালং সরকারি কলেজ্: মোট পরীক্ষার্থী-৬৯৬ জন,পাশ-৪৪৪ জন,পাশের হার-৬৩.৭৯%, শিজক কলেজ: মোট পরীক্ষার্থী-৪১৯ জন,পাশ-২২৯ জন,পাশের হার-৫৪.৬৫%, কাউখালী কলেজ: মোট পরীক্ষার্থী-২৮৬ জন,পাশ-১০৪ জন,পাশের হার-৩৬.৩৬%, ঘাগড়া কলেজ: মোট পরীক্ষার্থী-১১৯ জন,পাশ-৪০ জন,পাশের হার-৩৩.৬১%, কর্ণফুলী কলেজ: মোট পরীক্ষার্থী-৬১৩ জন,পাশ-৩২৯ জন,পাশের হার-৫৩.৬৭%, রাবেতা মডেল কলেজ: মোট পরীক্ষার্থী-৩৫৯,পাশ-২৪০জন,পাশের হার-৭৭.৯৮%, নানিয়ারচর কলেজ: মোট পরীক্ষার্থী-১৩৭ জন,পাশ-৪৮ জন,পাশের হার-৩৫.০৪%, বাঙ্গালহালিয়া কলেজ: মোট পরীক্ষার্থী-২৬৭ জন,পাশ-৪২ জন, পাশের হার-১৫.৭০%, রাজস্থলী কলেজ: মোট পরীক্ষার্থী-২৪২ জন,পাশ-৩৫ জন,পাশের হার-১৪.৫২%।
এরমধ্যে কর্ণফুলি কলেজে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ৫৩জন, পাশ ৫০জন, ফেল ৩জন, মানবিক বিভাগের পরীক্ষার্থী ৩৫০ জন, পাশ ১৩৩ জন, ফেল ২১৪ জন, ব্যবসা শিক্ষা বিভাগের পরীক্ষার্থী ২১৫ জন, পাশ ১৪৬জন, ফেল ৬৭জন।
কর্ণফুলি পেপার মিল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ০৪জন, পাশ ০৩জন, ফেল ০১জন, মানবিক বিভাগের পরীক্ষার্থী ১১জন, পাশ ০১জন, ফেল ৯জন, ব্যবসা শিক্ষা বিভাগের পরীক্ষার্থী ০৭জন, পাশ ০৩জন, ফেল ০৪জন।
নানিয়ারচর কলেজের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ১৮জন, পাশ ১৩জন, ফেল ০৫জন, মানবিক বিভাগের পরীক্ষার্থী ১২১জন, পাশ ৩৫জন, ফেল ৮৪জন।
রাঙামাটি পাবলিক কলেজের মানবিক বিভাগের পরীক্ষার্থী ১৪৫জন, পাশ ৮০জন, ফেল ৬৩জন, ব্যবসা শিক্ষা বিভাগের পরীক্ষার্থী ৬২জন, পাশ ৩৩জন, ফেল ২৯জন।
রাবেতা মডেল কলেজের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ৪৭জন, পাশ ৪৩জন, ফেল ০৪জন, মানবিক বিভাগের পরীক্ষার্থী ২৯৬জন, পাশ ১৫৩জন, ফেল ৬৩জন, ব্যবসা শিক্ষা বিভাগের পরীক্ষার্থী ৯৬জন, পাশ ৮৪জন, ফেল ১২জন।
গুলশাখালি বর্ডার গার্ড মডেল কলেজের মানবিক বিভাগের পরীক্ষার্থী ২১জন, পাশ ২১জন, ব্যবসা শিক্ষা বিভাগের পরীক্ষার্থী ১৭জন, পাশ ১৭জন।
লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ৩৪জন, পাশ ২৭জন, ফেল ০৭জন, মানবিক বিভাগের পরীক্ষার্থী ৬৪জন, পাশ ৪৭জন, ফেল ১৭জন, ব্যবসা শিক্ষা বিভাগের পরীক্ষার্থী ৩১জন, পাশ ৩০জন, ফেল ০১জন।
রাঙামাটি সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ৩৯২জন, পাশ ১৬৮জন, ফেল ২২২জন, মানবিক বিভাগের পরীক্ষার্থী ৫৯৮জন, পাশ ২৫০জন, ফেল ৩৪০জন, ব্যবসা শিক্ষা বিভাগের পরীক্ষার্থী ৪৪১জন, পাশ ২৩২জন, ফেল ২০৭জন।
রাঙামাটি মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ১২১জন, পাশ ২৯জন, ফেল ৮৯জন, মানবিক বিভাগের পরীক্ষার্থী ৪৪৫জন, পাশ ২১৬জন, ফেল ২২৬জন, ব্যবসা শিক্ষা বিভাগের পরীক্ষার্থী ২৭৭জন, পাশ ১৪৮জন, ফেল ১২৮জন।
কাচালং কলেজের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ৭৬জন, পাশ ৩৯জন, ফেল ৩৬জন, মানবিক বিভাগের পরীক্ষার্থী ৪৯৯জন, পাশ ৩০৬জন, ফেল ১৮৭জন, ব্যবসা শিক্ষা বিভাগের পরীক্ষার্থী ১২৯জন, পাশ ৯৯জন, ফেল ২৯জন।
কাউখালি কলেজের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ২৪জন, পাশ ১৭জন, ফের ৭জন, মানবিক বিভাগের পরীক্ষার্থী ২০০ জন, পাশ ৫৪জন, ফেল ১৪৬জন, ব্যবসা শিক্ষা বিভাগের পরীক্ষার্থী ৬৩জন, পাশ ৩৩জন, ফেল ২৯জন।
ঘাগড়া কলেজের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ০৬জন, পাশ নাই, ফেল ০৫জন, মানবিক বিভাগের পরীক্ষার্থী ৯৫জন, পাশ ৩২জন, ফেল ৬৩জন, ব্যবসা শিক্ষা বিভাগের পরীক্ষার্থী ১৯জন, পাশ ০৮জন, ফেল ১১জন।
সৃজন ট্রাস্ট স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ০৪জন, পাশ ০১জন, ফেল ০৩জন, ব্যবসা শিক্ষা বিভাগের পরীক্ষার্থী ০৭জন পাশ ০৫জন, ফেল ০২জন।
বাঙ্গাল হালিয়া কলেজের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ২০জন, পাশ ০২জন, ফেল ১৮জন, মানবিক বিভাগের পরীক্ষার্থী ২০৭জন, পাশ ২৮জন, ফের ১৭৪জন, ব্যবসা শিক্ষা বিভাগের পরীক্ষার্থী ৪৬জন, পাশ ১২জন, ফেল ৩৩জন।
রাজস্থলী কলেজের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ৩০জন, পাশ ০২জন, ফেল ২৭জন, মানবিক বিভাগের পরীক্ষার্থী ১৪৮জন, পাশ ২০জন, ফেল ১২৭জন, ব্যবসা শিক্ষা বিভাগের পরীক্ষার্থী ৬৬জন, পাশ ১৩জন, ফেল ৫২জন।
শিজক কলেজের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ৩৮জন, পাশ ১৬জন, ফেল ২২জন, মানবিক বিভাগের পরীক্ষার্থী ৩১১জন, পাশ ১৬৭জন, ফেল ১৪৪জন, ব্যবসা শিক্ষা বিভাগের পরীক্ষার্থী ৭০জন, পাশ ৪৬জন, ফেল ২৪জন।
বরকল রাগিব রাবেয়া কলেজের মানবিক বিভাগের পরীক্ষার্থী ৯১জন, পাশ ৬০জন, ফেল ২৭জন, ব্যবসা শিক্ষা বিভাগের পরীক্ষার্থী ৩১জন, পাশ ২৬জন, ফেল ০৩জন।