হেফাজত সবুজ
পার্বত্য জেলা রাঙামাটিতে ‘উত্তাপ’ ছড়াচ্ছে নভেল করোনাভাইরাস। দিন দিন বেড়েই চলছে কভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা। গত কয়েকদিন ধরে ক্রমশই অবনতির দিকে যাচ্ছে পাহাড়ি এই জেলার করোনা পরিস্থিতি।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে, গত ২৪ ঘন্টায় রাঙামাটি জেনারেল হাসপাতালের পিসিআরল্যাবে মোট ৩১ নমুনা পরীক্ষার বিপরীতে ১১ জন কভিড পজিটিভ হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৯ জন সদর এবং ২ জন কাপ্তাই উপজেলার। এক দিনে শনাক্তের বিবেচনায় শতকরা হার দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৪৮ শতাংশ। মোট বিবেচনায় এই হার ১৫ দশমিক ৯ শতাংশ।
প্রসঙ্গত, রাঙামাটি জেলায় সংক্রামণ হার ১০ শতাংশের অধিক হওয়ায় গত ১২ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর এই জেলাকে করোনার ‘রেড জোন’ এলাকা [উচ্চ ঝুঁকি] ঘোষনা করে। কিন্তু প্রথম দিকে দেশে করোনা হানা দেওয়ার প্রায় ৩ মাস পরে দেশের সর্বশেষ জেলা হিসেবে করোনার আক্রান্ত রাঙামাটি।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, ১৫ জানুয়ারি পর্যন্ত রাঙামাটিতে প্রথম ডোজ টিকা প্রদান করা হয়েছে ৩ লাখ ৮৫ হাজার ২৬ এবং দ্বিতীয় ডোজ প্রদান করা হয়েছে ২ লাখ ৮১ হাজার ৯৭ জনকে।