সারাদেশে ক্রমবর্ধমান নারী নির্যাতন-ধর্ষণসহ নারীদের প্রতি বর্বরতাা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ‘চরম অবনতির’ প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার জুমার নামাজ শেষে জেলা শহরের ফিসারীঘাট মসজিদ থেকে একটি মিছিল বের হয়ে জেলা শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপায় পেল্ট্রোল পাম্প চত্বরে এসে জড়ো হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ।
সমাবেশে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক মাওলানা দেলোয়ার হোসেন সাকিব, রাঙামাটি জেলা শাখার সভাপতি ইনামুল হক মৃধা প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সরকার আজ দেশ পরিচালনায় পুরোপুরি ব্যর্থ। দেশে কোনো ন্যায় বিচার নেই। সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নেই। মা বোনরা নিরাপদ নেই। ধর্ষণ আজ অতি সাধারণ ঘটনায় রূপ নিয়েছে। সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ এমনকি তার অঙ্গ ও সহযোগী সংগঠন নিয়ন্ত্রণেও সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ছাত্রলীগকে নিয়ন্ত্রণ করুন, আর তা যদি না পারেন তাহলে এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করুন। এসময় তারা সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।