রাঙামাটি শহরের লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে শুক্রবার ইংলিশ অলিম্পিয়াডের জেলা পর্যায়ের সিলেকশন রাউন্ড সম্পন্ন হয়েছে। এদিন সকালে রাঙামাটি জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই অলিম্পিয়াডে অংশ নেয়। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় এই তিনটি বিভাগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
রাঙামাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস এম্বাসেডররা এই অলিম্পিয়াডে উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন ইংলিশ অলিম্পিয়াডের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মুহাম্মদ আরিফ মুজতবা কামাল।
পরীক্ষা শেষে ক্যাম্পাস এম্বাসেডরদের মাধ্যমে শিক্ষার্থীদের ইংলিশ অলিম্পিয়াড এর পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হয়।
রাঙামাটিতে ইংলিশ অলিম্পিয়াডের সিলেকশন রাউন্ড সম্পন্ন
