করোনাভাইরাস আপডেটব্রেকিংরাঙামাটিলিড

রাঙামাটিতে আরো ২৫ জনের করোনা শনাক্ত

জেলায় শনাক্ত বেড়ে ২৫৬

পার্বত্য জেলা রাঙামাটিতে করোনা শনাক্ত দিনে দিনে ভয়াবহ আকার ধারণ করছে। রবিবার(২৮ জুন) সকালে আসা রিপোর্টে জেলায় নতুন করে আরো ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের ফোকাল পার্সন ডা: মোস্তফা কামাল।

তিনি জানিয়েছেন, শনাক্তদের মধ্যে ১৬ জন রাঙামাটি শহরের, ৮ জন কাপ্তাই উপজেলার এবং ১ জন লংগদু উপজেলার।

রবিবার সকালে বিআইটিআইডি ও সিভাসু থেকে  আসা ৮৩ টি রিপোর্টের মধ্যে এই ২৫ টি রিপোর্ট পজিটিভ এসেছে বলেও নিশ্চিত করেছেন এই চিকিৎসক।

রবিবার আসা রিপোর্টের শনাক্তদের নমুনা গত ২২ জুন সংগ্রহ করা হয়েছিলো।

নতুন করে আক্রান্তদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক এবং তিনি চট্টগ্রামে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। এছাড়া অন্যান্য আক্রান্তরা সবাই শহরের বনরূপা,চম্পকনগর,রিজার্ভবাজার এলাকার বাসিন্দা।

এ নিয়ে জেলায় মোট শনাক্ত হলো ২৫৬ জন। ৬ মে প্রথমবারের মতো জেলায় একইদিনে ৪ জনের করোনা শনাক্ত হয়েছিলো।

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =

Back to top button