
রাঙামাটির লংগদু উপজেলায় যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যার জের ধরে পাহাড়ীদের বাড়ীঘরে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে রাঙামাটিতে আজ সোমবার সকাল থেকেই আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ চলছে।
পূর্ণ স্বায়ত্ত্বশাসনের দাবিতে আন্দোলনরত পাহাড়ীদের সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর ডাকে এই অবরোধ চলছে।
অবরোধের কারণে রাঙামাটি শহরের জীবনযাত্রা স্বাভাবিক থাকলেও শহর থেকে দুরপাল্লার কোন বাস বা লঞ্চ ছেড়ে যায়নি।
রাঙামাটি শহরে সংগঠনটির কার্যক্রম না থাকায় কোন পিকেটিং চোখে না পড়লেই সংগঠনটির নিয়ন্ত্রিত এলাকা,নানিয়ারচর উপজেলায় পিকেটিং এর খবর পাওয়া গেছে।
সকাল পাঁচটা থেকে বেলা ১২ অবধি এই অবরোধের ডাক দিয়েছিলো ইউপিডিএফ।
প্রসঙ্গত,গত বৃহস্পতিবার লংগদু সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নয়নের লাশ দীঘিনালা উপজেলার চারমাইল এলাকা থেকে উদ্ধার করা হয়। এই হত্যার জন্য পাহাড়ী সশস্ত্র সংগঠনগুলোকে দায়ি করে শুক্রবার সকালে লংগদুতে বিক্ষোভ মিছিল বের করে কয়েক হাজার বাঙালি । এই মিছিল থেকেই তিনটিলা,বাইট্টাপাড়া এবং মানিকজোরছড়া এলাকায় শতাধিক পাহাড়ীদের বাড়ীঘরে আগুন দেয়া হয় বলে অভিযোগ পাহাড়ীদের।