রাঙামাটিতে একই স্থানে পথসভাকে কেন্দ্র করে আওয়ামীলীগ ও বিএনপির কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন করে উভয় পক্ষ একে আপরকে দায়ী করে।
রোববার সন্ধ্যায় আওয়ামীলীগ ও বিএনপি দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলন আওয়ামীলীগ অভিযোগ করে বলেন, ‘বিএনপি পরিকল্পিতভাবে হামলা করার জন্য প্রস্তুতি নিয়ে এসেছিল বিধায় মিছিলে ছুরি, চাপাতি থাকার কথা নয়। এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি করেন তিনি।’
অপরদিকে বিএনপি নেতারা, ‘নির্বাচনী মাঠ সবার জন্য সমান রাখতে চায় তাহলে প্রশাসন এই ঘটনার জন্য দায়ীদের দ্রুত সময়ের মধ্যে আটক করবে এমন দাবি করেছেন। বিএনপি নেতারা বলেন, যদি তাদের আটক না হয় তাহলে আমরা বুঝে নিব প্রশাসন যন্ত্র নির্বাচন কমিশনের কথা শুনছেন না।
প্রসঙ্গত, রাঙামাটি শহরে ভেদভেদী এলাকায় একই সময় অপরদিক থেকে আওয়ামীলীগের একটি মিছিল আসলে হঠাৎ করে দুই মিছিলের মধ্যে ইট-পাটকেল ছোড়া হলে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা আওয়ামীলীগ ও বিএনপির ৮ নেতাকর্মী আহত হয়।