পার্বত্য চট্টগ্রাম প্রতিবেদন
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও ইউএনডিপির যৌথ প্রকল্প এসআইডি-সিএইচটি’র সরকারি তহবিলের অংশের আইসিটি আউটসোর্সিং বিষয়ে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। রোববার বিকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে তিনি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, বিশ্বায়নের এই প্রতিযোগিতার যুগে নিজেদেরকে ভবিষ্যত কাজের উপযোগি করে গড়ে তোলার জন্য আইসিটি আউটসোর্সিং বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা দক্ষ হয়ে দেশে বিদেশে অনলাইনে কাজের সুযোগ পেলে পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জিত হবে। তিনি প্রশিক্ষণার্থীদেরকে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে অভিজ্ঞতা অর্জনের যে সুযোগ সৃষ্টি হয়েছে তা যথাযথভাবে কাজে লাগানোর পরামর্শ দেন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহা. আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- এসআইডি-সিএইচটি, ইউএনডিপি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের যৌথ প্রকল্পের ফোকাল পারসন ও জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা। বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, প্রবর্তক চাকমা, এসআইডি-সিএইচটি, ইউএনডিপি জেলা ব্যবস্থাপক ঐশ্বর্য চাকমা, কর্ণফুলী আইটি লিমিটেডের কনসালট্যান্ট ড. মো. রুকুনুজ্জামান শাহীন ও চেয়ারম্যান জগৎ আলো চাকমা।
উপস্থিত ছিলেন পরিষদের সদস্য সবির কুমার চাকমা, রেমলিয়ানা পাংখোয়া, দীপ্তিময় তালুকদার, ঝর্না খীসা এবং পরিষদের নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানসহ ৫০জন প্রশিক্ষণার্থী।