রাঙামাটি
রাঙামাটিতে অ্যাডভোকেটস্ ক্লার্কদের বুনিয়াদি প্রশিক্ষণ

পার্বত্য জেলা রাঙামাটিতে অ্যাডভোকেটস ক্লার্কগণের দিনব্যাপী পেশাগত বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা করা হয়েছে। মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি দীননাথ তঞ্চঙ্গ্যা।
বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার প্রধান গেষ্ট অব অনার এ.এন.এম মোরশেদ খান আদালতের বিভিন্ন বিষয় ওপর গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। এসময় সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রবাল চক্রবর্তী , অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিপি, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উথোয়াই মং মারমা ,সহ-সভাপতি অ্যাডভোকেট জুয়েল দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উষাময় খীসা ও অ্যাডভোকেট লা থোয়াই মারমা প্রমুখ।