শিশু কিশোরদের মাঝে ক্রিকেটে জনপ্রিয়তা ছড়িয়ে দেয়া এবং ক্ষুদে ক্রিকেটার খোঁজার প্রয়াসে রাঙামাটিতে অনুষ্ঠিত হল অনুর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল ২০১৮। বৃহস্পতিবার রাঙামাটির চিংহ্লা মং মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ক্রিকেট কার্নিভাল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।
প্রধান অতিথি একেএম মামুনুর রশিদ বলেন, ক্রিকেট এখন জনপ্রিয় খেলা এবং আমাদের দেশে ব্যাপক সম্ভাবনা রয়েছে ক্রিকেটের।এ ক্ষুদে ক্রিকেটারদের মাঝ থেকেই আমাদের জাতীয় দলে খেলবে।
ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুনীল কান্তি দে, সহ-সভাপতি প্রীতম রায়, জেলা পরিষদ সদস্য মনোয়ারা জসিম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরুণ বিকাশ দেওয়ান, ক্রিকেট উপ পরিষদের সদস্য সচিব রমজান আলী।
কার্নিভালে রাঙামাটি ক্রিকেট একাডেমীর প্রশিক্ষণার্থীসহ রাঙামাটির ৩২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
কানির্ভাল শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উন্নত প্রশিক্ষণের জন্য কার্নিভাল থেকে ১৭ জন ক্ষুদে প্রতিভাবান ক্রিকেটারকে বাচাই করা হয়।