বান্দরবানে মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের সতর্ক করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বুধবার দুপুরে শহরের বাজার মসজিদের সামনে কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানের জন্য এই রমজান মাসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ মাসে যাতে মানুষের কোনো রকম ভোগান্তি পোহাতে না হয়। সেজন্য সকলকে আন্তরিকতার সহিত চলতে হবে। দ্রব্যমূল্যের কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফা লাভের অপচেষ্ঠা করবেন না। সেহেরি এবং ইফতারের সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুত সেবা নিশ্চিশ করতে হবে। শব্দ দূষণের কারণে মানুষ যাতে অস্বস্তিবোধ না করে সেদিকেও নজর রাখতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য প্রশাসনকে নির্দেশনা দেন।
কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বান্দরবান জেলা শাখার সভাপতি মনিরুল ইসলাম মনু’র সভাপতিত্বে অন্যদের মধ্যে সেনাবাহিনীর ৬৯ রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন, জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার’সহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। তার আগে জেলা প্রশাসক চত্বর থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার দাবিতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্র্ণ সড়ক প্রদক্ষিণ করে।