রামগড় প্রতিনিধি ॥
খাগড়াছড়ির রামগড়ে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে ওই বিদ্যালয়েরই শিক্ষক বেলায়েত হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) খোন্দকার মোহাম্মদ ইখতেয়ার উদ্দীন আরাফাত জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নৈতিক স্খলনের গুরুতর অভিযোগে সরকারি কর্মচারী(শৃঙ্খলা ও আপিল)বিধিমালা ২০১৮ বিধি ২(খ)অনুচ্ছেদ মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক জেলা শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমীনের স্বাক্ষরে এ বরখাস্তের আদেশ জারি হয়।
বরখাস্ত শিক্ষকের নাম মো. বেলায়েত হোসেন (৪২)। সে লামকুপাড়া এলাকার নুরুল হুদার ছেলে। রামগড় থানাচন্দ্র পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত।
জানা যায়, গত বৃহস্পতিবার বিকালে স্কুল ছুটির পর অভিযুক্ত শিক্ষক দুই শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে অবস্থান করতে বলে। একজনকে শ্রেণিকক্ষের প্রথম সারিতে বসায় এবং আক্রান্ত পঞ্চম শ্রেণীর ওই শিক্ষার্থীকে পেছনের সারিতে বসায়। পরে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং পরে অভিযুক্ত শিক্ষক তার হাতে ১০০ টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। ছাত্রী বাড়িতে এসে ঘটনাটি তার মা কে জানায়। মা স্থানীয়দের বিষয়টি অবহিত করলে গত শুক্রবার রামগড় থানায় অভিযোগ দায়ের করে।
এদিকে বরখাস্ত পলাতক শিক্ষক বেলায়েত হোসেনকে গ্রেফতারের দাবিতে সোমবার রামগড় বাজারে শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ সমাবেশ হয়। বরখাস্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয় সমাবেশ থেকে।
রামগড় থানার ওসি মোহাম্মদ শামসুজ্জজামান জানান, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।