নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ইয়োগা দিবস উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত বঙ্গ মৈত্রী ইন্টারন্যাশনাল যোগ কাপে অংশ নিয়ে দেশের মধ্যে প্রথম হয়েছেন রাঙামাটির মেয়ে থুইমা মারমা। গত ২১ জুন বাংলাদেশের নানান প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা যোগানুরাগীরা এই যোগাসন প্রতিযোগিতায় অংশ নেন। চূড়ান্ত পর্বে এই প্রতিযোগিতায় প্রথম হয়েছেন রাঙামাটির প্রতিযোগী থুইমা মারমা। তাঁর বাড়ি রাঙামাটির কাউখালী উপজেলায়।
থুইমা মারমা রাঙামাটির হিল ইয়োগা ইনস্টিটিউটের একজন প্রশিক্ষণার্থী। বর্তমানে রাঙামাটি সরকারি মহিলা কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন থুইমা মারমা। হিল ইয়োগা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক দীপন ঘোষ বলেন, বিশ্ব যোগ দিবস উপলক্ষে দেশের বিভিন্ন জায়গা প্রতিযোগীদের যোগাসনের ভিডিও ঢাকায় পাঠানো হয়। সেখানে বিচারকরা ভিডিও বিশ্লেষণ করে বাংলাদেশের মধ্যে থুইমা মারমাকে প্রথম ঘোষণা করে।
তিনি আরো বলেন, থুইমা যোগের বিষয়ে একাগ্র ছিল। কখনো কোনও বিষয় সে মিস করতে চাইতো না। বিজয়ী থুইমা মারমা বলেন, দেশের মধ্যে প্রথম হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। ভবিষ্যতে নিজেকে এগিয়ে নিয়ে যেতে আরো পরিশ্রম করতে হবে। সুস্থ সবল দেহের জন্য সকলকেই ইয়োগা চর্চার আহ্বান জানান থুইমা মারমা।