
চেনা বৃত্ত ও ভাবমূর্তি ভেঙ্গে যেনো নতুন যুগে প্রবেশ করছে রাঙামাটির সবচে প্রভাবশালী ও ধর্নাঢ্য প্রতিষ্ঠান রাঙামাটি কাঠ ব্যবসায়ি সমবায় সমিতি লিমিটেড। মাত্র দুই সপ্তাহ আগের নির্বাচনে বিজয়ী নেতৃবৃন্দকে দায়িত্ব নিয়েই নিতে হলো ব্যতিক্রমি সাংগঠনিক পাঠ।
রাঙামাটি কাঠ ব্যবসায়ি সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে সংগঠনটির নব নির্বাচিত ১১তম ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দের জন্য এক দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে,যা বেশ চমকপ্রদই !
সোমবার অনুষ্ঠিত এই কর্মশালায় সাংগঠনিক নেতৃত্ব,পেশাদারিত্ব,দক্ষতা ও স্বচ্ছতা বৃদ্ধি বিষয়ক নানা ইস্যু সম্পর্কে ধারণা প্রদান করা হয়।
দিনব্যাপি এই কর্মশালায় ‘শুদ্ধাচার’ বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমা, ‘পার্বত্য চট্টগ্রাম বনজদ্রব্য চলাচল বিধিমালা-১৯৭৩’ সম্পর্কে প্রশিক্ষন প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান, ‘আর্থিক ব্যবস্থাপনা’ বিষয়ে প্রশিক্ষন দেন সদর উপজেলার সমবায় কর্মকর্তা মোহাম্মদ সেলিম, সমবায় আইন ও বিধিমালা বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন জেলা সমবায় কর্মকর্তা ইউসুফ হাসান চৌধুরী এবং সাংগঠনিক আচরণ ও শিষ্টাচার বিষয়ে প্রশিক্ষক ছিলেন চট্টগ্রাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক প্রশিক্ষক শামসুদ্দিন শিশির।
সকালে কর্মশালার উদ্বোধন করেন রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন ,বিশেষ অতিথি ছিলেন ছিলেন সংগঠনের ১০ম ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাজী সোলায়মান চৌধুরী।
বিকালে কর্মশালা শেষে সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন ১০ম ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক হাজী আবুল হাসেম আবু। কর্মশালায় অংশগ্রহণকারি সকলকে সনদপত্র প্রদান করা হয়।
কর্মশালায় অংশ নেন রাঙামাটি কাঠ ব্যবসায়ি সমবায় সমিতি লিমিটিডের নব নির্বাচিত কমিটির সভাপতি হাজী মোঃ আজম খান চৌধুরী, সহসভাপতি মোঃ আনোয়ার খান, সাধারন সম্পাদক শাওন ফরিদ,সহ সাধারন সম্পাদক হাজী মোঃ বখতেয়ার হোসেন মুরাদ,অর্থ ও পরিকল্পনা সম্পাদক শহীদুল্লাহ কাজল,সমাজসেবা ও উন্নয়ন সম্পাদক লোকমান হাকিম হীরা, তথ্য ও প্রচার সম্পাদক নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক মানিক রতন নাথ,কার্যনির্বাহী কমিটির সদস্য অর্পন সাহা,মোজাহেরুল ইসলাম ওয়াসিম,আরফান আলী,মোঃ আলমগীর।