
বাংলাদেশ যুব মহিলালীগের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙামাটি জেলা যুব মহিলালীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা যুব মহিলালীগের সভাপতি রোকেয়া আক্তার’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. কামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দীন বাবুল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রফিকুল মওলা । আলোচনা সভায় জেলা যু্ব মহিলালীগের সাধারণ সম্পাদক লেখিকা চাকমার সঞ্চালনায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সব সময় নারীদের কথা বলে থাকে। নারীদের জন্যে আওয়ামী লীগ দেশের ক্ষমতায় যতবারই আসে ততবার কাজ করে থাকেন।
তারা আরো বলেন, দেশ পরিচালনায় আজ পুরুষের সাথে নারীদেরও রয়েছে বিশেষ ভূমিকা। যুব মহিলালীগ হচ্ছে আওয়ামী লীগের নারী শক্তি। এ শক্তিকে আরো বৃদ্ধি করতে হবে এবং আগামী নির্বাচনে তা কাজে লাগাতে হবে।
আলোচনা সভার পরে যুব মহিলালীগের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।