রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগ সহ-সভাপতি উসুই প্রু মারমা (৩০) কে নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি।
এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল, প্রয়াতের আত্মার মাগফেরাত কামনা ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি জোরালো দাবী করেছেন।
প্রসঙ্গত, বুধবার (১ এপ্রিল) মধ্যরাতে একদল সশস্ত্র সন্ত্রাসী ঘুম থেকে ডেকে নিয়ে বাড়ির কিছুদূরে গুলি করে হত্যা করে যুবলীগ নেতা উসুইকে। কাপ্তাই উপজেলা যুবলীগ,রাঙামাটি জেলা আওয়ামীলীগ এই হত্যাকান্ডের জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ি করেছে।