
যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়নের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা যুবলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুবলীগের সাধরণ সম্পাদক শফিকুল ইসলাম।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মো. জানে আলম।
প্রধান অতিথি বলেন, ২০১৭ সালের ১ জুন লংগদু ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম নয়নকে নির্মমভাবে হত্যা করে একদল দুর্বৃত্ত। পাহাড়ের সন্ত্রাসীরা দিনের পর দিন আওয়ামীলীগ নেতাকর্মীদের উপর হত্যা গুম নির্যাতন চালিয়ে যাচ্ছে। অচিরেই এসব সন্ত্রাসীদের দমন করতে না পারলে মানুষের জীবনের নিরাপত্তা বলে কিছু থাকবে না। নয়ন হত্যায় জড়িত দুজনকে আটক করা হয়েছে এখনো প্রধান আসামী পলাতক রয়েছে। তাকেও আটক করে শাস্তির মুখোমুখি করতে হবে। আমরা এ হত্যার সাথে জড়িতদের ফাঁসি চাই।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আবু তাহের, সাইফুল ইসলাম, যুবলীগ নেতা মো: চান মিয়া, ছাত্রলীগ নেতা জিয়াউল ইসলাম প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।